মাইক্রোসফট উইন্ডোজ, এম এস অফিস, এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট সহ নানা সফটওয়্যার আমরা ব্যবহার করছি প্রতিনিয়তই। আজকে চলুন জেনে নেয়া যাক এদের জনপ্রিয় কিছু বিকল্প। ইংরেজিতে এসবের ভালো রিসোর্স থাকলেও নেই বাংলায়। তাই আমার এই ছোট্ট প্রচেষ্টা। ১. এডোবি ফটোশপ এর জনপ্রিয় একটি বিকল্প হচ্ছে GIMP(গিম্প)। এডোবি ফটোশপের প্রয়োজনীয় সকল টুলস পাবেন এই সফটওয়্যারে। সাধারণ সব কাজের জন্য গিম্প এর তুলনা হয় না। আর এটি চালাতে আপনার খুব ভালো হার্ডওয়্যার থাকা লাগবে না, যেমনটি লাগে ফটোশপ চালাতে হলে। সবচেয়ে মজার বেপার হল এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। ফটোশপের মত আর ক্রেক করা লাগে না। গিম্প উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকেও চলে। ডাউনলোড গিম্পঃ www.gimp.org ২. এডোবি ইলাস্ট্রেটর ভেক্টর গ্রাফিক্স বা আঁকা-আঁকির জন্য চমৎকার একটি সফটওয়্যার হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর। তবে প্রফেশনালরাও কিন্তু এর পরিবর্তে ইঙ্কস্পেস (Ink Space) ব্যবহার করছে আজকাল। আঁকার জন্য ইঙ্কস্পেস খুবই ভাল একটা সফটওয়্যার। ইলাস্ট্রেটরের প্রায় সকল সুবিধাই উপভোগ করা যায় ইঙ্কস্পেস এ। এটিও একটি ওপেনসোর্স সফটওয়্যার...
টেক জায়ান্ট গুগল ইন্টারনেটের প্রায় সকল ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে আসছে। কিন্তু ২০১৯ এ এসে তাদের বন্ধ করে দিতে হচ্ছে গুগল প্লাস সেবা। মূলত ব্যাবহারকারীর স্বল্পতা এবং সে অনুপাতে প্রোডাক্টটির দেখাশোনা ও ব্যাবহারকারীর রুচি বিবেচনা করে এর উন্নয়ন বজায় রাখা গুগলের পক্ষে চালেঞ্জিং হয়ে দারিয়েছে। তাই চলতি বছরের ২রা এপ্রিল বন্ধ করে দিবে গুগল প্লাস। ৪ঠা ফেব্রুয়ারী, ২০১৯ থেকেই নতুন ব্যাবহারকারী আর যোগ হতে পারবে না সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে। তবে সকল ছবি এবং তথ্যাদি গ্রাহকরা ডাউনলোড করে নিতে পারবে এপ্রিল পর্যন্ত।